যে গোলাপ ভালোবাসে ,
সে চায় না কোন দিন গোলাপ বৃন্ত ছেড়া ,
সে চায় ভালবেসে একটি গোলাপ চারা ।
যে ভালোবাসতে ভালোবাসে ,
সে চায় না কিছুই ভালোবাসার কাছে ,
তার এমন অহঙ্কার ,নইলে যে প্রেম মিছে ।
যে ছিল প্রেমিক প্রেমের ,
সে ছোঁয়নি শরীর কোনদিন প্রেমের অজুহাতে ,
তার সে ছোঁয়য়ায় যদি বা আঘাত লাগে ।