ইচ্ছে করে হারিয়ে যেতে
প্রকৃতির কোলে –
ইচ্ছে করে সবুজ মাঠের পারে বসে
আকাশটাকে দেখি একা।
ইচ্ছে করে সবুজ ধানের শিষ গুলিকে
আঁকড়ে ধরি এখনই।
ইচ্ছে করে ভোরের বেলা
শিশির ভেজা ঘাসে পা ভেজাই ।
ইচ্ছে করে সন্ধ্যা রাঙা সূর্যটাকে
ধরে রাখি কিচ্ছুক্ষন ।
ইচ্ছে করে দুস্টু-মিস্টি অ আ ক খ এর দলে মিশে
গল্প করি শুধু।
ইচ্ছে করে সর্বহারার মাঝে বসে
ওদের সুখে ভাগ বসাই ।
ইচ্ছে করে চোখের জলে
ভাসিয়ে দিতে দুঃখকে ।
ইচ্ছে করে নিরবতা, নিস্তবদ্ধতার মাঝে
খুঁজে পেতে আমাকে ।
ইচ্ছে করে ঘাস-ফড়িং এর দলে ভিড়ে
গন্ধ শুঁকি সবুজ ঘাসের ।
ইচ্ছে করে প্রজাপতির দলে মিশে
মধুর খোঁজে পাখনা মিলি।
ইচ্ছে করে সাতভায়ার সঙ্গী হয়ে
উড়ে যেতে আকাশে ।
ইচ্ছে করে ভালোবেসে
মুছিয়ে দিতে চোখের জল।