রোজ রোজ কত ইচ্ছে বুনি মনে,
ইচ্ছেরা কি জানে, আমি বন্দী পাখির ছবি-
কাজের খাঁচায় কেবল ঝোলে তালা,
কি জানি তার কবে হারিয়ে গেছে চাবি  -