একটা গাছ ,
দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে –
যতটা উঁচু হলে একটু  আলো এসে পড়ে তার সবুজ পাতাগুলোয় –

একটা নারী , যাকে রোজ দেখ তুমি ,
সেও একটা গাছের মতন ,
সেও দাঁড়িয়ে  আছে শক্ত পায়--


তার  হলুদ পাতা মন ,
এক এক করে ঝরে বেহিসাবি সব্প্নরা শুকনো ঝরা পাতার মতন,
কি জানি রোদ উঠবে কখন –