মনের মধ্যে অকাল ঝড়-
ভেঙ্গে চুরমার করে দিচ্ছে আমার সমস্ত
বিশ্বাস , ভালোবাসা ,ভালোলাগা ।
তোমার দিকে তাকালাম একবার,
মনে হল তুমি যেন হাজার হাজার আলোকবর্ষ দূরে-
আমার সুখের স্মৃতিরা আজ কাঁদছে একা একা-
বৃত্তের মধ্যে আমি আর আমার আমিত্ব
আগলে রাখতে পারছি না এক সাধারন প্রেম কাহিনিকে ।
অথচ তুমি শুধু আমাকেই ভালোবাস-
এই কথাটার সাথেই তো আমার লড়াই ।
সুখ ,,দুখ, বিশ্বাস ,অবিশ্বাস ,ভাল, মন্দ ,লাভ ,ক্ষতি
সমস্ত কিছুকে বাদ দিয়ে আজ আরো একবার মন চাইছে
ভা্লবাসতে তোমায় –
সেই প্রথম প্রেমের মত,
……তবু পারি কই ।