শব্দ গুলোই হারিয়ে গেছে,
তাতে কবিতার কী,
সকাল বেলায় পাখির নীড়ে
রোদের ডাকাডাকি
খিরিশ গাছের মাথার
ওপর সূর্য এসে দাড়ায়,
রাতের আধার সরিয়ে
চাদর শিশির ভেজা গায়
হারানো সব শব্দ গুলো
দেখি আজ উড়ন্ত প্রজাপতি,
কেন শুধু শুধু করি আর
ওদের মিথ্যে ডাকাডাকি