সমস্ত দিনের শেষে রাত্রির অন্ধকার-
সমস্ত জীবন শেষে মৃত্যুর ঘুম ,
নক্ষত্র আকাশ মাঝে জীবনের গল্পরা ,
ক্লান্ত জীর্ণ পায় হেঁটে যায় অতীত এর দিকে ,
মানব মানবীর ভাঙ্গাচোরা মাটির বাড়ীটার ,
ঝুলে যাওয়া কড়িকাঠে বাসা বাঁধা
টুনটুনি পাখিটার এক টুকরো স্বপ্নের গড়াগড়ি -
রাত নেমে আসে ,
সমস্ত দিনের শেষে ,
সমস্ত জীবন শেষে ,
ঘুম নেমে আসে ,
জন্ম জন্মান্তর ধরে-
দিনের শেষে রাত ,
আর রাতের শেষে দিন ।
অতীতের দিকে হেঁটে যায় ,
সময় হল বুঝি এবার ঘুমোবার ।