কিছু কবিতা শরীর ,
কিছু কবিতা মন ।
হয়না কবিতা কোন
ঠিক প্রেমের মতন -


কিছু কবিতা তুমি ,
কিছু কবিতা আমি ,
তবু  গড়তে পারিনি ভালোবাসার ঘর
চাঁদের মত নদীর জলের উপর ।