সচ্ছতা দেখিনা কোনখানে ।
শুধু জল ঘোলা করে খেলা করে কিছু রাঘব বোয়াল ।
চুনো পুটি সব মরে ভেসে ওঠে ,
নয়তো ঘায়ে ভরা দেহ , ক্ষমতাহীন দুর্বল জীবন –
ভাই চুনো পুঁটি ,ওঠো জাগো , ডানা ঝাপটে করো আন্দলন ,
নিশ্চয়ই একদিন রাঘব বোয়াল হয়ে তুমিও চুনো পুঁটি ধরে খেতে পারবে -
চুনো পুটির দল আপ্রান ডানা ঝাপটায় , ঘোলা জল আরো হয় ঘোলা -
কার লাভ?
সেই চুনোপুঁটির দল , রাঘব বোয়াল হতে পারেনি ,
মাড়ানো ঘাস কোনদিন বৃক্ষ হতে পারেনি –
তুমি কিন্তু ঘাস নও , চুনো পুঁটি ও নও –
তবে ঘোলা জলে এক দুর্বল জীবন তুমি ,
কার লাভ ?