এত সুন্দর আমি লিখতে পারি না ,
যত সুন্দর  তোর দুটি চোখ –  
এত নরম আমি শব্দ জানিনা ,
যত নরম তোর  দুটো ঠোঁট।
এত আদুরে আমি শব্দ পাইনা  
যত আদরে তোর ওড়না লোটায় ।
এত সহজ আমি বলতে পারিনা ,  
যত সহজে মন  স্বপ্ন  দেখায়  ।  
“ভালবাসা” শব্দটা এত কম লাগে ,তোর প্রেমে  
তাই তো জাগে শব্দ ঢেউ রাত এই মনে।
শব্দের দল সাগরের ঢেউ ছাপিয়ে  
ছুঁয়ে দেবে তোকে একদিন  নিশ্চয়ই -
  কোন এক রাতে তোর খোলা জানালায়  
কবিতার পাতা  উড়ে যায় যদি  তোর কাছে,
তুই ছিঁড়ে ফেলিস , এত সুন্দর আমি ভাষা জানিনা,
যত সুন্দর তোর বিরহ , প্রেম ,অভিমান  ।