সত্যি বলতে কি ,
আজকাল সত্যি বলার চল নেই মোটে –
এটাই চলছে ।
সুন্দর করে মিথ্যে বলো –
মিথ্যের ওপর মিথ্যে বলো –
তার ওপরেও মিথ্যে বলো –
তবু ভুল করেও যেন সত্যি মোটে বোলো না-
এই তো আমার কাজের মাসি ,
ঠিক বুঝেছে দেশটা –
বয়স বাড়ে রোজদিন , বাড়ে কথার বোঝা ,
এই দল ছেড়ে ওই দল ,
তবু নোংরা খোলায় গিট মারা সংসার –
শীতের কনকনে ঠাণ্ডায় আবছা চোখে তার ,
পাঁচ বাড়ীর পুরানো জিনিস এক নতুন জীবন পায় ,
দিব্যি চলে সংসার –
বলে উচ্চ স্বরে ,
খাসের জমিতে গড়েছি ঘর ,
দেশটা কি আমার পর ?
ছোকারার দল ভেঙ্গেই দিল –
সময় দিল পনরো দিন –
অন্য কোথাও খাসের জমি খুঁজে নেবার -
এর বেশি কে দেয় আজকাল
এখানে হবে উঁচু শপিং মল –
খাসের জমি খাসের মানুষ আমারা সবাই-
একই ধরন উনিশ -কুড়ি -হাজার অথবা লক্ষ টাকা -
আসলে আমারা ভীষণ সস্তা জনগণ –
জলে কুমীর ডাঙ্গায় বাঘ –
এঁদো বস্তির অন্ধকার মিলিয়ে গেল নিমেষে –
এখন আমার বাড়ির পাশে ঝকঝকে তকতকে উঁচু শপিং মল –