আমি তো গোছাতে চেয়েছি মনের মত করে,
কিছু সুখ , কিছু দুঃখ ,
কিছু প্রেম ও বিরহ বেলা
আমিতো বাঁধতে চেয়েছি ওদের আপন করে –
তবু সব এলোমেলো ,
এলোমেলো মন , এলোমেলো বেলা
কেবল বারবার নিজেকেই হারিয়ে ফেলা-
আমিতো চেয়েছি গ্রীষ্ম পোড়া রোদ,
বৈশাখী ঝড়, বর্ষা বিকেল
আর এই মন, যে আমার সঙ্গী ভীষণ –
তবু বার বার আমি হারিয়ে ফেলি তাকে ,
কোন সে অজানা এক কারন বিহীন অকারনে-
তারপর পাগলের মত বসে থাকি,
মন হীন আমি একা,
না কোন অপেক্ষা নেই ,
না আছে কোন চাওয়া,
এর নাম বুঝি জীবন -