থাকার মধ্যে এই একটা কলমই  আমার আছে,
রাগ হলে আঁচড়কাটে,
দুঃখ পেলে আঁচড় কাটে,
ব্যর্থতার যন্ত্রনাতে আঁচড় কাটে
থাকার মধ্যে এই একটা কলম আমার আছে,
রক্ত দেখলে কাঁদে,
নষ্ট দেখলে কাঁদে,
ধ্বংস দেখলে কাঁদে

এই একটা কলমই আমার আছে,
ভালোবাসলে কবিতা হয়,
মেঘ দেখলে বৃষ্টি হয়,
তোমাকে পেলে প্রেমিক-

এই একটা কলম,
মধ্যরাতে আগুন লাগায়,
আমার গলা টিপে চোখ থেকে রক্ত ঝরিয়ে
বলে কী রে মেয়ে তোর প্রতিবাদ কই,
তোর বিচার কই,

আমার শিরায় শিরায় আগুনের স্রোত,
আমার চোখের জল পুড়ে ছাই,
কাকে যে জাগাই,
কীভাবে যে জাগাই,
থাকার মধ্যে ওই একটা কলমই তো আছে আমার,
যার কোন লিঙ্গ নেই,জাত নেই, ধর্ম নেই,