হাতে স্মার্ট ফোন , হিসাব বিহীন কত কত মন ,
জোনাকির মত জ্বলছে আঁধারে বড্ড আদরে রাত জাগে কতখন –
লিখছে ছেলেটা প্রেমের কবিতা,
স্মার্ট ফোন সাদা পাতা ,
হাতে হাত ছুঁয়ে যায় শব্দ বানাতে , সঙ্গিনী প্রেম পাশে বসা –
শর্ত বিহিন প্রেমের বুকে শুধুই থাকে ভালোবাসা –
দূর বহুদূর মনের আগল , সহজ নয় যে এমন সহজে কাছে আসা,
বন্দী স্বপ্নে দুরের তারারা জাগবে কি রাত হৃদয় মাঝে ,
কাব্য হয়ে আসবেকি তারা ,দেবেকি ধরা কাছে, ,
এলো চুল মেলে হাতে হাত , ছেলেটার কাঁধে মাথা রাখি,
কানে হেড ফোন বাজে কোন সুর , মেঘ মল্লার নাকি?
দুলছে দুটি মন , যেন গো বাতাস –
ঝড়ে উড়ে গেছে বিরহ আকাশ ,
এমন কত প্রেম আজ হাওয়ায় মেশে ,
আকশে ওড়ে পাখির মত ভাসে,
বৃষ্টি ভিজে মাটির গন্ধ মাখে ।
ফেসবুক পেজে আপডেট তারা থাকে ।