এখনো রাতের আকাশে তারাদের মেলা বসে ,
এখনো বিকোয় জ্যোৎস্নার দরে নক্ষ্ত্র ,
এখনো জাগে সারারাত রাতপাখি কোন , গান গায় ,
এখনো পাহাড়ের কোলে আছড়ে পড়ে সাগরের জলরাশি বিরহের বাঁধ ভাঙা প্রেমে ,
এখন দুঃস্বপ্নের রাত , আমি একাকী খুঁজি তোমাকে ,
মনে আছে ,
হাতে হাত ,চোখে চোখে –
সমুদ্র প্রেমে নখের আঁচড় ,
আলগা বালুর শরীরে দুটি হৃদয়ের জড়াজড়ি –
এখনো ফিস ফিস কথা কয় ।
আমি আজো বাঁধি ঘর জমাট বালুকারাশির স্তর খুঁড়ে খুঁড়ে ,
বিস্তীর্ণ সমুদ্র তট ঢেউ আনে বার বার ,ভেঙ্গে করে চুরমার ,
আমি মিশে যাই এখনো মৃত ঝিনুকের কান্নায় -
স্মৃতির মরীচিকায় ঝাঁপ দিই বারবার ,
সে দিনের সব আলো চলে গেছে আলোকবর্ষ দূর ,
তোমাকে আমাকে ছেড়ে -
তবু আজো আমি পুড়ি সূর্যের মত প্রখর বিরহ তাপে ,
আজো নেমে আসে রাত ,
ছুঁয়ে যায় ঠোঁটে ঠোঁট স্মৃতি ও স্বপ্নের দেওয়ালে তোমার আমার –
সেকি শুধু তোমাকে না পাওয়ার হাহাকার ,
সেকি প্রেম নয় ,
সেকি মরীচিকা ,শুধু মরু প্রান্তর ?
আসরের শ্রদ্ধেয় কবি কবীর হুমায়ূনের লেখা কবিতা" প্রিয়তিকে পত্র " কবিতায় অনুপ্রানীত হয়ে এই লেখা ।