আমার কলমের কালির অক্ষর টান গুলো ,
তোর এলোমেলো চুলের শেষ প্রান্তের মত ।
চকচকে চাঁদের মত উজ্জ্বল শব্দরা ,
দূর পাল্লার ট্রেন , ছুটছে বাতাস ভেঙ্গে-
তোর শরীরের প্রতিটি বাঁক ছুঁয়ে ছুঁয়ে
উষ্ণতা মেখেছে তারা –
যদি পারে হতে, তোর চিবুকের কালো তিলটার মত সুন্দর –
তুই চেয়ে দেখ ,
এখানে শব্দের জায়গা কোথায় ?
এখানে তো শুধু তোর গায়ের গন্ধ ।