জীবনের ব্যর্থতা একদিন কবিতা হয়ে
তোমাকে খুঁজবে জানি
পৃথিবীর বুক চিরে একদিন নিশ্চয়
তুমি খুঁজবে আমাকেও
জীবনের কত দিন ঝরে গেছে
শান্ত নদীর মত একই প্রবাহে।
আমার অঙ্গের মলিনতা ধুয়ে গেছে কত বৃস্টির জল,
এসেছে তুফান, ভেঙ্গেছে ঘর ,
টুকরো টুকরো স্বপ্ন যত
উড়ে গেছে ঠিকানা বিহীন পথে-
চোরা বালির মায়া জালে
কখনো গেছে ডুবে জীবনের সব আশা,
মরিচীকা প্রেম জাগছে কেবল রাত স্বপ্ন মরুভূমি।
তবুও এক বর্ষায় অঙ্কুরিত বীজের মত হয়তো মেলব পাতা-
হয়তো এক গভীর সমুদ্রে মুক্তা হয়ে
জাগব ঝিনুকের ভেতর-
এক কণা বালি হয়ত হারাবে মরুভূমি,
বলো কিবা আসে যায় তায়,
জানি আমি জানি মৃত ঝিনুকের বুক চিরে মুক্তা খুজবে তুমি,
কিভাবে বলব তখন-
তোমাকে পেয়েছি আমি,
জীবনের হাজার ব্যার্থতায় ।