খুঁজতে খুঁজতে তোকে, হারিয়ে যাব আমি-
জানি আমি জানি ,
একদিন হারিয়ে যাব ।
যেমন হারিয়ে যায় মেঘের বলয় দিগন্ত রেখায় ।
ফিরবো কি ফিরবো না আর ,
,এক অজানা দূরের সময় আছে বসে কলসি কাঁখে সেই এক মেয়ে ,
জীর্ণ নদীঘাট তপ্ত দুপুরে কি জানি কার অপেক্ষায় –
এখনো হয়নি সময় ,এখনো নামেনি আধার বেলা ,
হারিয়ে যাব জানি অচেনা পথে অচেনা অবেলায়-
যদি পাই দেখা আর একটি বার তার ,
বৃষ্টি হয়ে লুটাব পায় –
মৃত এক পৃথিবি জাগবে আবার যদি পাই দেখা তার ।
কিছু আছে বাকি সঞ্চয় এখনো হারাবার –
কিছু অবসাদ এখনো ঘিরে ধরেনি জাপটে পথ সন্ধ্যা ঘন বর্ষায় ।
কিছু বিষণ্ণ সময় এক ঝাঁক পাখিদের আকাশটাকে এখনো ্ধাকেনি ধুলি ঝড়ে ।
এখনো কিছু মেঘ ঝরে নি বৃষ্টি হয়ে ,
উড়ে উড়ে যায় তারা বিরহ আকাশে তোর প্রেমে –
আর কিছু মেঘ বৃষ্টি লুটায় মৃত পৃথিবীর বুকে অঝোর কান্নায়–
ভেজা পথ ঘাট ,পথে জমা জল ,সবুজের দল , বৃষ্টি ভেজা মুখ তার নষ্ট সাজে
শুধু খুজছে তোকে প্রেমের আকাশে ,
মেঘের ফাঁকে ফাঁকে বিরহের কালো রেখা আঁকে তোর চোখ –
বৃষ্টি ভেজা আবছা কাচ মন শুধু খোঁজে তোর মুখ ।
আমি যে কখনো দেখি নি তোকে –
তবু জানি আমি জানি তোর কাজল চোখে আছে এক আকাশ কালো মেঘের অন্ধকার –
সময় হয়েছে জানি আজ পথ হারাবার ।