লিখতে লিখতে হাত থেকে রক্ত ঝরছে-
তবুও লিখছি আমি-
ক্রুশ বিদ্ধ যীশুর মুখেও এক অমলিন হাসি ,
তেমনি তো এক স্বাধীন হাসি হাসতে চাই আমি ।
অজস্র কাঁটায় ঘেরা প্রতিটি শব্দ বর্ণ আমি খুঁজে নিই ,
যখন জন্ম নেয় স্বাধীন এক আমি আমার ভেতর –
তখন লেখনীকে লিখতে হবেই রক্ত ঝরা হাতেই-
এক স্বাধীনতার কাব্য ।