জীবন জড়িয়ে থাকে পৃথিবীর গায়ে –
কত জীবন ,কত রঙের জীবন ।
আলোর সাথে বাতাসের গভীর প্রেম,
তবুও ছোঁয়নি যেন দুজন দুজনাকে আদরের রাতে -
ঠিক সেভাবেই এক অদৃশ্য প্রেমে এ পৃথিবীর প্রতিটি জীবন গল্প আঁকে , অদৃশ্য সময়ের গায়ে -
নক্সি কাঁথার মত –
কত রঙ ,কত সুখ ,কত বিরহ অবসাদ --- বড্ড আদরিনী ওরা ,মন জানে -
–তবুও একা তুমি ,তবুও একা আমি -
অজস্র জীবনের মত , হাজার মৃত্যু পেরিয়ে
অনন্ত শূন্যের মাঝে এক হৃদয় প্রতিক্ষা নিয়ে ঘুম হীন চোখে পৃথিবীর কক্ষ পথে শুধু খুঁজছ তুমি আমায় ।
আজও নষ্ট হল এক দিন ,প্রতিটি দিনের মত ,
আজও হলনা বলা ভালবাসি-
–আজও হলনা তোমায় ছোঁয়া ,
আজও হলনা তোমার সাথে, আলোর মত বাতাসের দেহে গভীর প্রেমে নিজেকে জড়িয়ে নেওয়া –