অচল গাছের প্রানের মত ,
শাখা- প্রশাখায় সবুজ জড়িয়ে আমি গভীর প্রেমে আঁকড়ে ধরে আলগা মাটির বুক –
তুমি খূড়ছ হৃদয় আমার , যখন –তখন আঘাতে আঘাতে –
উড়ছে ধুলো বালি –উঠল ধুলি ঝড় –
ধূসর সাম্রাজ্যে এবার বুঝি বন্ধ হল নিঃশ্বাস –
এখন তোমার সাথে আমার অশরীরী প্রেম ,
মিশরীয় মমির মত , কেউ খুঁজবে কি এক মৃতের প্রেমের ইতিহাস -