এক একটা একলা রাত আন মনে বসে থাকে সে,
তারাদের ভিড়ে মিশে খুঁজে নিতে চায় তার অস্তিত্ব ।
এক বুক সাগরের কান্নার জল ঠেলে ,
আকাশের গায়ে গা লাগিয়ে বসে থাকে এক বিরহিণী ,
একা একা এলো চুলে ,
আঁধার লেগেছে মুখে তার যেন কত শত যুগ যুগান্তের অমাবস্যা ,
এভাবেই ধীরে ধীরে জীবন মুছে যায়,
তবু ,এক অনু ভালোবাসা হারিয়ে যাওয়ার জায়গা রাখে ,
যখন সে খুঁজে পায় তার আমিত্বকে পৃথিবীর ঘূর্ণি পাকে ।