নির্বাসন দিয়েছ যে নারীকে দেশ থেকে ,  
সে তো একাই এক দেশ-  
নির্বাসন দিয়েছ যে নারীর  কলমকে ,
সে কলমে হাজার তলোয়া্রের ধার   ,  
একদিন ঘরে  ঘরে  জন্ম নেবে সেই নারী ,  
নাম হয়তো ফতেমা , রুমা , তসলিমা -  
যে  তার নিজের স্বাধীনতার একামাত্র  দাবীদার –
যে তার সমস্ত অধিকার  ছিনিয়ে নিতে জানে তোমার ক্ষমতার সীমা মাড়িয়ে ,
তখন দেশের মধ্যে দেশ ,এক স্বাধীন নারীর দেশ ,
ঘরের মধ্যে নারী , এক স্বাধীন মানুষের নাম –
    
সেদিন আমি লিখতে বসব আবার এক স্বাধীন কলম হাতে নিয়ে ,  
এক স্বাধীন দেশের স্বাধীন নারীর নির্বাসিত ইতিহাস নয় ,
লিখব এক যুগ বঞ্চিত সকল প্রেমিকের এক নির্বাসিত দেশের ঠিকানা ,    
যে ভালবেসেছ নারীকে   ,  
অথচ জানেনা এক স্বাধীন নারীর ভালোবাসা ঠিক কেমন –

তোমারও প্রাপ্য ছিল , শুধু অবলা নিরীহ নারীর ভালোবাসা নয় ,  
এক স্বাধীন নারীর প্রেম  –
যাকে তুমি দিয়েছ নির্বাসন  ,
অথবা তুমি নিজেই আছ এক নির্বাসিতের দেশে -