ঘর ছেড়ে নিরুদ্দেশ সূর্যের আলো যখন ক্লান্ত শরীরে
পৃথিবীর বুকে আছড়ে পড়ল –
তখন আদরের ভোর ,
তখনো এক বিরহী মুখ আঝোর কান্নায়-
ইতিহাস নয়, ভবিষ্যৎ নয় –যেন সব বর্তমান ।
প্রেম সুখ দুঃখ সমস্ত অনুভব বাতাসের মত ক্ষয় হীন –
শুধু বদলেছে মুখ , আয়নার কাচে –
চেন কি আমায় ?
জন্ম নেই , আমার মৃত্যু নেই ,
কেউ আছো কি ? কেউ শুনতে কি পাও?
কেউ দেখতে কি পাও?
আলোর রেখায় মুছছে যত অন্ধকার ,
ফুটে উঠছে বিভেদ রেখা ,
জট পাকানো কালো ধোঁয়ায় পুড়ছে জীবন ,
আজ আগুনের হিংস্র থাবা –
ছিনিয়ে নেবে ,পুড়িয়ে দেবে সবটুকু প্রেম
ধরার বুকে রইবে না আর –
ভালোবাসার চিহ্ন টুকু ,
বেশ দেখা যায় তোর বদলে যাওয়া,
রাস্তা ভরা লাশের ভিড়ে স্পষ্ট দেখি,
ভাসছে পৃথিবী আগুন স্রোতে-
কেউ আছো কি ?কেউ দেখতে কি পাও ?
আমি স্পষ্ট দেখি এক মৃত বর্তমান ।