এক মন খারাপের রাজ্যে আমার বাস ,
যেন ইচ্ছে হলেই যেমন তেমন হতেই পারে আমার অথবা তোমার সর্বনাশ
ওয়েব পেজে অবিরত নৃসশ সব ছবি ,
ধ্বংস লীলায় উন্মত্ত মানব , বাদ যায়না কোলের শিশু –
কি চায় ওরা , আমিও মানব ওদের মতই , নয় কি ওরা আমার মত , তোমার মত –
কি চায় ওরা , আমার মৃত্যু শ্বাস , আমার স র্ব নাশ –
এক মন খারাপের রাজ্যে আমার বাস –
কি লিখব আর লিখব না , বিস্ফোরনের কালি মেখে ,ছোট্ট শিশু হাসছে তবু
হুশ নেই যে ,ছোট্ট ভীষণ ,নেই যে বেঁচে মা বাবা তার -
মানুষ যদি আমি ,যদি আমিই মানুষ , তবে কেন এমন নীরব আমার প্রতিবাদ –
আজ তবে হোক ,আজই তবে এক বিস্ফোরনের আগুন শিখায় আমার স র্ব নাশ ।