কি এখন আর কবিতা লেখো না ,
না্‌-
কেন লেখো না ?
এমনি –
যা লিখতে চাই কিছুতেই লেখা হয় না ।
কি লিখতে চাও তুমি ?
বেশি কিছু না –
এক খানা মানুষের মন ,
যা আজও খুঁজে পেলাম না ।