মরুর থেকে এনো তুমি, তপ্ত বালুর তৃষ্ণা –
আকাশ থেকে আনব আমি, জলভরা মেঘ বন্যা।
এমনি করে কাব্য প্রেমের রাত হয়ে যাক পার –
একটা রাতের কাব্য না হয় থাক তোমার কাছে ধার ।