একটা সকাল বন্দী থাকুক
আনন্দ সুখ মনে,
একটা বিকাল কান্না জমাক
নীরব গোপনে|

এক একটা দিন  রঙ মেখেছে
ইচ্ছে মত রঙে,
এক একটা রঙ সুখের দুখের
ঘর বেঁধেছে মনে|