এ পৃথিবীর ব্যার্থতম প্রানের নিঃস্ব মনের এক বিন্দু প্রেম যদি পেয়ে যাই –
স্বর্গ রচে দেব পৃথিবীর বুকে -
হাজার বছরের চাপা পড়া ধুলা মাখা মৃত ইতিহাস ,
জাগবে আবার শুধু প্রেমে ,
ওই দেখ ধুলায় ভরা আকাশ , ওকি যুদ্ধের সংকেত ,
ছুটে আসছে সৈন্য দল হাতে তলোয়ার।
ওই দেখ মানুষের পর মানুষের ঢল,
রক্তে ভেজা মাটি পথ মাড়িয়ে শুধু চাইছে জীবন –
আজও খুঁজছি আমি , খুঁজছি ইতিহাস খুঁড়ে-
মৃত মমির পাঁজরে , কিংবা মৃত হরপ্পা মহেঞ্জোদাড়ো নগরীর
ওলিতে গলিতে - আজও হাঁটছি আমি একা একা
যদি পেয়ে যাই তাকে ।