তোমাকে পাব বলে হেঁটেছি যত আছে পথ,
কেবল বিছানো ছিল রক্ত বর্ণ অঙ্গার ।
তবু ফিরিনি আমি, ভাঙ্গিনি কঠিন পন,  
তোমাকে পাবার আজ বুঝি এল সেই ক্ষন ।  
    
এসে দেখি, এখানে তেমন কিছু নেই,    
আছে শুধু উই পোকা ধরা কবেকার ক্ষত-বিক্ষত অনন্ত প্রতীক্ষা তোমার-    
এই তবে প্রেম, আমার বেদনায় তোমার বেদনাময় এক ঢিবি রূপ ,    
গ্রীষ্মপোড়া রোদের প্রেমে লুকানো যেন এক আকাশ বৃষ্টি সুখ –
      
এই বেলা বুঝলাম, এ জীবনের তেমন কোন অর্থই নেই -        
শুধু বয় প্রেমময় সাগরের স্রোত  ,      
এ বিশ্ব ভাসে খড়কুটো সম, নেই কোন বন্দর –  
এই বেদনা ,এই যন্ত্রণা , এই রক্ত বর্ণ পথ, আমি, তুমি – সব সুন্দর,      
        
প্রান-অপ্রান , জন্ম-মৃত্যু , অন্ধকার-আলো    
আজ এই বেলা সব লাগে ভালো , সমস্ত অপরূপ-    
এই একমাত্র সত্যি , জগৎ মাঝারে, মিথ্যা আর সব -    
অর্থহীন এ জীবন তবু অমূল্য, আশ্চর্য সুন্দর এ মানব অনুভব  ।