এই কবিতা ,
আজ আমার দুঃখ গুলো নিবি?  
নিবি আমার মনখারাপের কথা?
রাখবি  ওদের শক্ত করে -  
তোর শব্দজালে বন্দি করে ।  
রক্ষী হবি, হবি পাহারাদার ?

ওই যে ডাকে বৃষ্টি আমায়,  
সবুজ হাওয়ায় সে আসে যায় -    
এখন আমার সময় হল যাবার ।

এই কবিতা ,
রাখ না আমার দুঃখ গুলো,
তুই ছাড়া আর বন্ধু কেবা –
কাকেই বা আর বলি –
কার আছে আর সাধ্য এমন,
রাখবে ওদের দস্যি এমন  
ওরা খুব জড়িয়ে মনের উপর ,
ভীষণ নাছোড় বান্দা -
ওরা সুযোগ পেলেই শেকড় চালায়,
বানায় গভীর ক্ষত  –
আজ ওদের সঙ্গে নেবো না রে –
আজ আমার তার সাথে হবে দেখা।
আজ মনের ভেতর রাখব শুধু-
একটা প্রেমের খাতা ,
এই কবিতা ,
আজ আমার দুঃখগুলো তোর কাছে থাকা বাঁধা ।