এই ছেলেটা-
মেঘ কোথায় থাকে জানিস –
ফুলের বাড়ি চিনিস ?
তুই বা কোথায় থাকিস ?
চাঁদ ,তারা ,বৃষ্টি,আকাশ –
এদের চিনিস কি?
না গো না আমি ওদের চিনিনা ।
তবে তুমি ভয় পেয়ো না ,
থাকি যে আমি ফোর জি জিও তে অথবা এয়ারটেলে -
আছি আমি ফেসবুক ,হোয়াটস আপ ,টুইটার ,
ইন্সস্টাগ্রামেও পাবে –আছি যে সর্বক্ষণ ইন্টারনেটে ।
চাঁদ ,তারা ,আকাশ ,বৃষ্টি
মেঘের বাড়ি ,ফুলের বাড়ি –
সব খুঁজে দেব খুব তাড়াতাড়ি।
এই তো হাতে স্মার্ট ফোন আছে ...
বলো না আর কার ঠিকানা চাই ।