হারিয়ে ফেলেছি সব খাতা,
সব কলম,এমনকি মন
কি করে লিখব এখন?

সব শব্দ অচেনা ভীষন,
মানুষের মুখ, এমনকি সুখ
কি করে বলি এ কোন অসুখ?

যেটুকু জীবন ছিল,
ভালোবাসলেই এক পৃথিবী
শুধুই আমার আর আমি তার
এমন বেহিসাবী কথা,
মানুষ ছাড়া কে বা বলতে পারে?
হেসেই লুটোপুটি বেলা
পাগলের মত সেই কাশফুল মাখা
সারাদিন হাওয়াদের ঠেলা ,বড্ড
আদুরে এসময় চিরকাল,
তবু রাজপথ জুড়ে বসে থাক তুমি,
হাতে হাত ধরা প্রতিবাদ প্রেমে
মানব মানবী রূপে,
আমি যে হারিয়ে গেছি
সেই কবে থেকে কোন বেলা?