আজ কবিতার সাথে আড়ি ,
আজ তোর সাথে শুধু ভাব –
তুই বলেছিলি , যাবি সঙ্গে আমার ,
শালের জঙ্গলের ভিতর -
শিলাবতী নদী তীর , আর গিরিখাত –
আমি গিয়ে দেখি এতো নয় গিরিখাত ,
এ তো ক্ষয়ে যাওয়া হৃদয় কোন প্রেমিকের –
না হলে আমার ।
যেন কোন এক ভগ্ন হৃদয় প্রেমিক তাকিয়ে শিলাবতীর পানে-
পিপাসায় ফাটা বক্ষ চৌচির আজীবন –
খয়ে জাওয়া হৃদয়ের নগ্ন রুপ নিয়ে দাঁড়িয়ে –
আমিও তো দাঁড়াই এমনই তোর পাশে – মাঝে মাঝে
হৃদয় ভরা গিরিখাত।
কই তুই দেখিস নি তো কোনদিন ,
তুই খুজিস নি তো কোনদিন –
তুই মাপিস নিতো কোনদিন
কত ক্ষয় হলে হয় এমন গিরিখাত ।