এটা তো ডাস্টবিন
এখানে দিন দিন পচেই চলেছে সবকিছু , বেড়েই চলেছে আবর্জনা ।
মাছি আরশোলা ইঁদু্র কুকুরের ভিড় নেই –
পচে যাওয়া নোংরা নষ্ট মনের কাছাকাছি আসতে পারে কি কেউ ?
মানবতা , বিবেক , মনুষ্যত্বের পচাগলা দেহ , দুর্গন্ধ চারিদিকে –
আনাচে কানাচে ঘুরছে কারবারি , ব্যাবসার রমরমা –
যত পচে সমাজ জীবন , তত বাড়ে কারবার –
আর তুমি আমি ?
মুখে পাউডার মাখি ,
লিপস্টিক ঠোঁটে , হাতে স্মার্টফোন , –
মোমবাতির মিছিলে হাঁটল কজন চলো ফেসবুকের লাইক গুলো গুনে দেখি ।
কিছুদিন পর ওসব ডাস্টবিনে ফেলে , সেইতো বদলে নেব প্রোফাইল পিকচার ।