যেমন কাটে জীবন –
সুখে অথবা দুঃখে অভাবে অভাবে প্রেমে ও বিরহে কেটে যাক তোর সাথে –
তবু যাব না আমি তোকে ছেড়ে স্বপ্নের অলি গলি পথে,
যেখানে বসেছে পসরা ভালবাসার বিকি কিনি-
আমি খুজিনে কিছু দাম তোর , এই ভালোবাসায় লিখেছি শুধু নাম তোর –
অকারন এই ভালোবাসা খোঁজে না কারন , -
সে থাক এক রক্ত মাংস দেহ মন যেমন অতি সাধারন -
এ পৃথিবীর মানব মনের ভিতরে – দুর্লভ এ বিশ্ব সংসারে ,
এ জীবন খেলায় হার নেই কোন- শুধু দুর্লভ কিছু সঞ্চয় ,
শুধু আমার অনুভব – শুধু সুন্দর- সুন্দরতম যেমন আছি আমি
যেভাবে আছি –ভালবাসি, ভালোবাসি শুধু তোকে –