এবার সময় হয়েছে তবে,
ফিরে আসি নিজে, নিজের চেনা পথে ,
আর মানবের থেকে করিনাক কিছু আশা,
শুধু বেদনাই আনে-
তার চেয়ে দেখি কি অপূর্ব সুন্দর,
ছোট ঘাস ফুল ,
পাখিদের কলতান ,
বিড়ালের ছানাগুলি নিয়ে বসে আছে কেমন আদুরে জীবন।
কোন দুঃখ আজ , না যেন থাকে মন জুড়ে,
যা কেবল মানবের থেকে পাওয়া-
মানব জীবন আমার , দুর্লভ এ পাওয়া বিশ্ব মাঝে -
তা খোয়াতে চাই না আমি মরীচিকা মাঝে -