তোমার মনের ভিতর এক দূর প্রান্তর খুঁজি আমি …আমি ক্লান্ত ভীষণ ,
অন্ধকার অলি গলি পথে তোমার মনের ভেতরে করি আমার সাম্রাজ্য বিস্তার –
ঢাল ,তলোয়ার ছাড়াই এক লড়াই ।
তুমি নয়, এক অদৃশ্য শত্রু পক্ষ আঁকে অজস্র ক্ষত চিহ্ন আমার হৃদয় জুড়ে –
তোমার মনের সাম্রাজ্যে দখল নিতে নিতে , আমি ক্লান্ত –
অদ্ভুত এই খেলায় জিতে যাই আমি বার বার ,এটাই জীবন যেন –
তুমি শুন্য দৃস্টিতে তাকিয়ে ভাব কেন আমি জেগে থাকি রাতের পর রাত –
এখন তুমি আর পার না আমায় ঘুম পাড়িয়ে দিতে কিছুতেই মনের মত গান শুনিয়ে –
কোথায় তোমার মন ?
তোমার মনের সাম্রজ্যে এখন আমার দখল ।