এখানে কবিতা খুঁজোনা, এখানে গল্প খুঁজোনা,
এখানে এখন মৃত শব্দের কান্না,
এখানে বাঁচার লড়াই,
আমাকে সরাতে হবে মৃত শব্দের স্তুপ,
আমি ব্যাস্ত ভীষন তাই,
ওখানে চাপা পড়ে আছে আমারি মৃতদেহ,
যে শব্দ গুলোয় ঘর বেধে নিত কবিতারা একদিন, সব মরে গেছে তারা,
আমি বাঁচাতে চেয়েছিলাম শুধু এক ফোটা কান্নার জল শব্দের , থাক জীবনের সঞ্চয় , তাও নিয়ে গেল কেড়ে ,

আমি বেঁচে আছি ,আমি ভালো আছি ,আমি সুখি আছি ,বলতে তো হবে ,
ভালো আছে দেশ,
সেই শেষ মেষ ,মৃত শব্দ দের দিয়ে লেখা হবে সব ঠিক আছে, ঠিক আছে  এই দেশের স্বাধীনতা..
কোন এক মৃত কবিতার গায় -

একটা কি দুটো চোখ কবিতার মত,
হয়ত বা চোখের  ছায়ার মত  কিছু
জোর করে ধরে রেখেছিলাম তার হাত
আমি যে পুড়তে দেখেছি খুন হয়ে যাওয়া সন্তানের চিতায়
জীবন্ত পুড়ছে বাবা মা,
অসংলগ্ন প্রলাপের মত বকে চলি, এখানে শব্দই নেই,
শুধু দীর্ঘশ্বাস,
তুমি হয়ত বলে উঠবে এই সুন্দর,
আমার মৃতদেহের সাথে  মিশে মৃত শব্দরা হারিয়ে যায়
শান্তির ঘুমে ঘুমিয়ে থাকে দেশ,
কেউ যদি ঘুম ভাঙিয়ে দিত,

একবার জিঞ্গাসা করতাম অন্তত ,
দেশ তুমি কে হও আমার ,
আমি বা তোমার কে?