দেশ তুমি কী এখন স্বপ্ন দেখ,
যেমন একদিন দেখতে,
দেশ তোমার রাজ ভবনের সামনে ফুটপাতে ছোট্ট ছেলেকে নিয়ে বসে আছে এক মা,
ওখানেই সংসার, ছেলেকে শেখাচ্ছে
অ আ ক খ,
সে মায়ের চোখ জুড়ে স্বপ্ন, ছেলেকে ডাক্তার বানাবে,
কাদের ডাক্তার জানো,
গরীবের ডাক্তার,
গরীব শব্দটা তোমার জনগনের গায়ে সেই কবেথেকে রঙচটা ছেড়া নোংরা জামা মত আটকে আছে,
দেশ তুমি স্বপ্ন দেখ না ,
ওই নোংরা জামাটা খুলে ফেলে একটা সুস্থ জামা জীবনকে পরিয়ে দেওয়ার,
দেশ তুমি কি ওই ফুটবাসি ভিখারী মায়ের চাইতেও গরীব|