এক টুকরো মাটি,
যে মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারে স্বাধীনতা
শক্ত পায়ে ,
সেই মাটির নাম দেশ,
স্বাধীন দেশ,
এক টুকরো মাটি যার উপর দাঁড়িয়ে থাকলে কেউ প্রশ্ন তুলবে না তোমার কোন জাত,তুমি কী খাও,
তোমার দুঃখের কোন ধর্ম আছে কিনা,
তোমার ক্ষুধা তৃষ্ণার কোন জাত ছিল কিনা|
মানুষের পায়ের তলায় ,এক টুকরেো মাটি স্বাধীন মাটি ,
সে মাটিকে মরতে দেওয়া যাবে না,
সে মাটিকে পচতে দেওয়া যাবে না,
মাটি নষ্ট হলে মানুষ নষ্ট,
নষ্ট দেশ ,
কোথায় দাঁড়াবে মানুষ তখন ?
একটা দেশের নাম মানুষ,
আর এক টুকরো মাটিতে মানুষ হয়ে দাঁড়াতে পারার নামই তো দেশ|