ছেলে জন্মেছে বলে ,
আপনার বুকের ভেতরটা  কেমন আনন্দে,অহন্কারে  বেশ ভরে উঠেছে তাইনা,
অথচ আজকাল তো আবার অনেকেই বলছে ছেলে মেয়ে দুই সমান,
জানি জানি সব জানি আপনিও তো বলেন ,
বললেই বা কি,
বাস্তবে দেখুন পুরটাই আলাদা
যেটা সত্যি কথা হল সেটা হল,
আজ পর্যন্ত কেউ ছেলে আর মেয়েকে বাস্তবে সমান সমান ভাবল কোথায়
এই ধরুন না আপনি,
একটা মেয়েও তো আছে আপনার
তা ছেলে হয়েছে বলে এত যে আনন্দ আপনার তার আসল কারনটা ঠিক বুঝলাম না

এই তো কদিন পর
ছেলেটাকে একটু  রোজগার করতে শিখলেই  বলবেন,
তোমাকে মানুষ করতে অনেক কষ্ট করতে
এবার সংসারটা তোমাকেই তো দেখতে হবে বাবা
কেন আপনার মেয়ে তো আছে,
তাকে কিনতু সংসারের দায়িত্ব নিতে আপনি একবারো বলবেন না, তাকে বলবেন মা এবার তো বিয়ে করতে হবে, বিয়ের বয়স নইলে পেরিয়ে যাবে
এরপর আপনি ছেলের কঁাধে চাপিয়ে দেবেন দিদি বা বোনের বিয়ের খরচ সংসার খরচ ইলেকট্রিক বিল সমস্ত কিছু,
ছেলেটি মুখ বুজে কাধে নেবে সব বোঝা,
যেমন একদিন আপনি নিয়েছিলেন ,শুধু ছেলে বলে
কিনতু একবার ভেবে দেথুন তো,
এই যে এত অল্প রোজগারে, এত বোঝা আপনার মাথায় কেন কেউ চাপিয়ে দিল, আপনার স্বপনটা যে কি বা আপনার ভালোলাগে বা আপনি এতটা বোঝা টানতে পারবেন কিনা তেউ কথনো জানতেই চায়নি
একজোড়া খয়ে যাওয়া জুতো আর দুটো জামা প্যান্ট পরে আপনি সারা জীবনটা কাটিয়ে দিলেন,
আপনার পরিবার  মানে আপনার বাবা, মা, সত্রী , সন্তানের কিনতু আপনার প্রতি অভিযোগটাই বেশি
কিসের অভিযোগ বলুনতো, সঠিক ভাবে দায়িত্ব পালন করতে না পারার অভিযোগ
আচ্ছা আপনি তো আপনার মেয়েকেও মানুষ করছেন,
সেও তো দুটো হাত, দুটো পা, চোখ মুখ নিয়ে জন্মানো একটা সুস্থ মানুষ,
তার কাছে তো আপনার কোন দাবী নেই,
যত দাবী ওই ছেলেটির কাছেই
শুধু ছেলে বলে
মেয়ের বিয়ের এত সোনার গয়না দিলেন, আর ছেলের বিয়ের সময় আপনি চাইতে বসলেন,মনে মনে তো চাইছেন,
ছেলে যেন সম্পদ পায়
এক কথায় দর হঁাকছেন ,
কেন ছেলে বলে ,
এরপর তো আবার আপনি ছেলের বউকে নিয়েও সারাজীবন অভিযোগ করবেন, ছেলের কাছেই
বেচারা ছেলে জানতেও পারবে না কোনদিন বিবাহিত জীবন কেন সুখের হল না,

ঠিক যেমন  আজও আপনি   জানেন না ,
কেন বলুন তো ,কাপন আপনি ছেলে বলে, আপনাকে কোনদিন জানতেই দেওয়া হয়নি সম্পর্ক  কিভাবে ভালো রাখতে হয় নিজের বিবাহিত স্রীর সাথে
অথচ দেখু আপনার সামনেই তো আপনার বিবাহিত দিদি বা বোন কেমন করে শেখায় কিভাবে সংসারে মানিয়ে চলতে হয় কিভাবে শশুর শাশুড়িকে সম্মান করতে হয়,তারা বলেন একটু আধটু দোষ নাকি সব ছেলের থাকে
আর আপনার বেলায় সব উলটো
কেউ বলবে বউকে একটু মানিয়ে চল বউকে সম্ম্ন করো
বরং বউকে ক্ ভাবে অসম্মান করতে হয় সেটাই শেখাবে
কারন আপনি ছেলে বলে
তাই বলছিলাম, ছেলে হলে এত  বেশি আনন্দ কিসের,
ছেলেটাকে একটু ভালভাবে বঁাচতে দিন
একটু ছেলেটার জীবনটাও হালকা রাখার চেষ্টা করুন
মেয়েকেও সমান দায়িত্ব দিন,
মেয়েদের মত ছেলেরাও তো রক্ত মাংসের মানুষ
কেটে গেলে ওদেরও রক্ত পড়ে