দিন শেষের আকাশে তুমি খুঁজেছ কি কখনো আমায় –
মেঘলা দিনের আবছা আলোয় হয়েছ কি উদাস ।
পথ চলতে হারিয়েছ কি একবারো তোমার হৃদয় খানি ।
যদি ভালোবাসো ,রাতের আকাশে ধ্রুবতারাটাকে দেখো –
ও কেমন উজ্জল স্থির –
ভাঙা মেঘ আকাশ পথে চলে –
সে পথে খুঁজেছ কি আমায় কখনো ।
আমি যে খুঁজেছি তোমায় ,
নিঃশব্দ শিশিরের জলে ভিজে এক নরম আদুরে ঘাসের পাতায় –
তাই মনে হয় তুমি বড্ড কঠিন ।
হয়ত কোন এক দিন এক রূপসী কন্যা তোমার আলিঙ্গনে ,
তোমায় শুধাবে “ ভালোবাসি “...
এক নাম জানা প্রেমকাহিনীর তুমিই প্রেমিক –
মনে কি পড়বে সেদিন , আমার সাথে এক শিশির বেলায় বৃষ্টি ভিজেছিলে ।