একটা ছন্দহীন জীবন চাই-
এ জীবনে থেমে থাক সুর
ভেঙে যাক তাল
বদলে থাক যত নিয়ম।
স্বাধীনতার আড়ালে
পরাধীনতার শিকল চাইনা
চাই শুধু একটা হৃদয়।
এ হৃদয় পূর্ণ থাক প্রেম, প্রীতি, ভালোবাসায়।
ঘর চাইনা চাইনা বন্ধন
চাইনা ঘোমটা আড়ালে ঢাকতে এ মুখ।
এ চোখের সামনে থাক এ বাস্তব।
বেদ-বেদান্ত,বাইবেল,ত্রিপিটকে
পৃথক হতে চাইনি আমি।
চাই আকাশ,বাতাস,নদী,মাঠ,ঘাট,বন,প্রান্তর।
আমি চাই এক হতে।
বন্ধনহীন মুক্ত ভালোবাসায়
আত্মার সাথে মিশতে চাই।