বসন্ত বাতাস হয়ে ,যদি ছুঁয়ে দিস তুই আমায় ,
লাল পলাশের পাপড়ি হয়ে ঝরতে জানি আমিও ।
ধুলায় মিশুক বিরহ যত ,অকাল বৃষ্টি ফোটায় ,
শুখনো পাতায় পাক খায় মন ,উড়ছে দমকা হাওয়ায়।
যদি গ্রীষ্ম মেখে হয়েই থাকে তোর দুটো ঠোঁট আগুন কনা ,
আমিও রেখেছি চোখের কোণে, এক আকাশ কাজল মেঘ জমা।