কিছু সময় বন্ধু হও নিজেই নিজের,
একলা একা মনের বনে,
একটু খোঁজ কি ভাল লাগে ,
ইচ্ছে হলে ঘুরে বেড়াও,
ইচ্ছে হলে আকাশ দেখ, বৃষ্টি মাখো-
ফিরে যাও ছোট্ট বেলার তেঁতুল চাঁটে –
নিজেকে আর নাইবা রাখলে,
কেবল শুধু মিথ্যে মোহর সংসারের ঘেরা টোপে।
বলুক লোকে যা খুশি তাই, কি বা আসে যায় –
একলা ডানায় মেঘ ছুঁয়ে দাও-
গ্রীষ্ম দুপুর তাপ প্রবাহে,
একলা একা দুঃখ পোড়াও –
সব হিসেব ছুঁড়ে ফেলে,একটা বেলার ফোটা ফুলে
রঙিন হাসি হাসো ,যেমন তুমি হাসতে আগে-
তখন তুমি বছর কুড়ি সবে –