নারী তোর কোন দল,নারী তোর কোন রঙ –
নারী তোর কোন জাত , কোন পাত –
আগে বল ,আগে বল আগে বল
তারপর মোমবাতি ,মিছিল ও প্রতিবাদ ।

জানোনাকি বোকা নারী,
মজা করা দোষ নয় ,
কত মজা সয়ে ছিল দ্রোউপদী
পুরুষের আড্ডায় –

প্রতিবাদে কে যাবে পাঞ্চালী ,
কিসেরি বা প্রতিবাদ ,
পাণ্ডব ও পণ্ডিত
সবতো পুরুষ জাত –

আজও দেখি সে মজাই চলছে ,
মণিপুর ,মালদা,কলকাতা দিল্লীর রাস্তায় –
কি অর্থ সে মজার ,
কেন পুরুষের ভিড় তায় ?

তবু দেশ জাগবে কি?
প্রতিবাদ করবে কি ?
এই মজা থামবে কি?
নাকি চলবে চালাবে চিরকাল ?

এ দেশের রাজা দুর্দান্ত ,
চোখ আছে ,মুখ আছে ,একেবারে জ্যান্ত ,
তবু ফোঁসটুকু করে না,
একেবারে শান্ত, রাজা দুর্দান্ত –

থামো নারী,থেমে যাও
ওই দেখ সব্বাই হাসছে ,
এ মজাই দেশ জুড়ে ,
সব্বাই খাছে –

তবু আমি নারী থামি কি?
বোকা সাজা ছাড়ি কি ?
এই দেখ কিনেছি দুটি গোলাপের ফুল,
ভালবাসে দিতে পারি ,মানুষ হবে কি?






#ত্রিপুরাতে ,আগরতলা প্রেসক্লাবে  বাংলা  কবিতার বৃহত্তম আন্তর্জাতিক কাব্য বাসর ও কবি সম্মিলন ২০২৩ , অনুস্থানে বসে কবিতাটি লিখে ছিলাম আর পাঠও করেছিলাম ,
কিন্তু কবিতাটি হারিয়ে ফেলেছিলাম ,আজ খুজে পেলাম একটি ব্যাগের পকেটে , তাই বেশ খুশি । এটা একটা কবিতা শুধু নয় , এটা একটা আনন্দময় স্মৃতি আমার কাছে ।