বিষাদ সিন্ধু রচনায় মগ্ন কবি –
কাব্য শরীর রোহিঙ্গার মত রক্তে ভিজেছে –
দেহে তার অজস্র হিংস্র বন্য ক্ষত চিহ্ন –
শব্দে শব্দে ক্রন্দন রোল ,ব্যর্থ হাহাকার ।
সুদূর আকাশে ওড়া এক শকুনের মত অপেক্ষায়
বিন্দু মানব মন, ছিনিয়ে নিয়ে যায়
জীবনের হাড়গোড় ভালোবাসা , অনন্ত ক্ষুধায় ।
পৃথিবীর আকাশে আজও ডানা মেলে উড়ে গেল পাখির দল ,
অঙ্কুরিত বীজ থেকে ফোটা দুটি সবুজ পাতা সূর্যের প্রথম আলো মেখে নিল,
একান্তে ভালোবেসে ।
শুধু তুমি জানলে না কিভাবে বাঁচতে হয় ?- --মানুষ হয়েও।