মনের গলিপথ শেষে বিরহের  রাজবাড়ি ,  
এ গলিপথে তুমি আসনি কখনো ।

এখানে প্রাচীন আদিম জারোয়ার মত উলঙ্গ  
দুঃখরা গড়েছে জনবসতি –

কি প্রাচীন কারুকার্য –
কি নিদারুণ রুপ , শুধু বিরহের মুখ,
মনের শহর জুড়ে-

তুমি তো দেখনি ,
কি নিখুঁত দক্ষ শিল্পীরা খোদাই করেছে মন ,
কত হাজার বছর ,
আঘাতে আঘাতে কেটেছে হৃদয় ,
গড়েছে বিরহ রাজপ্রাসাদ -
তুমি তো জান না ,
আমি জানি-

শুধু ভালবাসি বলে ,
তোমায় ।






বাংলা কবিতা স্মারক