উড়ছে বিজয় পতাকা ,
উল্লাস অট্টহাস্যে অনেক উঁচুতে কার হাতে ,
নীচে পড়ে আছে নিথর রক্তমাখা লাশ –
হয়তো আমারি –
মনে করো ইতিহাসের কোন এক যুদ্ধ ক্ষেত্র ,
এক জিতে যাওয়া রাজা , এক হেরে জাওয়া বন্দী বীর –
ধুলোয় ঢাকা আকাশ -
আর সে দিনের ভোরের আলোয় কোন এক নিতান্ত সাধারন ঘাস ফুলের ফুটে ওঠা ও ঝরে যাওয়া –
আমি খুঁজছি আজও ,
সেই হাত , যে পারে ওড়াতে ফুলের মতই জীবনের বিজয় পতাকা তায় না যেন লাগে কোন রক্তের দাগ -